সাত গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা
বয়সভিত্তিক ফুটবল বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আছে আর্জেন্টিনা। টানা তিনটি ম্যাচেই জয় লাভ করেছে তারা। রোববার রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তিন পয়েন্ট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
কাতারের দোহার অ্যাসপায়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার উরিয়েল ওহেদা হ্যাটট্রিক করেছেন, আর মাতো মার্তিনেজ করেছেন দুটি গোল।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা খেলায় আধিপত্য বিস্তার করে রাখে। ম্যাচের শুরুতে তারা প্রথমবার জালের দেখা পায়, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা, সেটিও ফিরিয়ে দেয় ফিজি গোলরক্ষক। তবে ১৭ মিনিটে ওহেদা দলের জন্য প্রথম গোলটি করেন। এরপর শুরু হয় আর্জেন্টিনার গোল বন্যা।
মাতো ৩০ ও ৪৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে রাখেন। বিরতির পর ৫৭ ও ৮৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওহেদা। এরপর ৮৯ মিনিটে সান্তিয়াগো সিলভেইরা এবং ৯০ মিনিটে সিমোন এসকোবার গোল করলে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বাড়ে।
বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছিল আর্জেন্টিনা। ফিজিকে বড় ব্যবধানে হারিয়ে তারা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশিচত করল আর্জেন্টিনা।

